Kaliachak Crescent Academy

( An Ideal Residential Institute V – XII )

Govt. Regd. No. - S/IL/54277

ESTD - 2007

Contact No.: 9733 187-919 / 9641 213-028

Admission Form - V to IX

অ্যাকাডেমির নিয়মাবলী

১। অ্যাকাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন প্রতিটি ছাত্রকে মেনে চলতে হবে।
২। প্রতিটি ক্লাসে ভর্ত্তি নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।
৩।ভর্তির পর কোন ছাত্র অ্যাকাডেমিতে না এলে বা থাকতে না পারলে তার প্রদত্ত ফি ফেরৎ যোগ্য নহে।
৪।বার্ষিক পরীক্ষায় কৃতকার্য না হলে বা নিজের যোগ্যতা প্রমানে অপারগ হলে বা নিয়ম বহির্ভূত আচরন করলে শিক্ষার্থীকে অ্যাকাডেমি থেকে বহিষ্কার করা হবে।
৫।কোন শিক্ষার্থী অনুমতি না নিয়ে অ্যাকাডেমি প্রাঙ্গনের বাইরে যেতে পারবে না। গ্রহণযোগ্য কারণ ব্যতিরেকে কোন ছুটি মঞ্জর করা হবে না।
৬।ছেলেদের অবাধ্য জনিত আচরণে অ্যাকাডেমির কোন সম্পত্তি নষ্ট হলে জরিমানা স্বরুপ ক্ষতি পূরণ দিতে হবে।
৭।প্রতি মাসের হোস্টেল চার্জ ও অন্যান্য বকেয়া ওই মাসেরই ১০ তারিখের মধ্যে অগ্রিম জমা করতে হবে। ১০ তারিখের মধ্যে জমা না করিলে লেট ফি স্বরুপ ১০ টাকা প্রতিদিন হিসাবে দিতে হবে।
৮।কেবলমাত্র মাসের প্রথম ও তৃতীয় রবিবার ছাত্রদের সঙ্গে অভিভাবক-অভিভাবিকাগণ সাক্ষাৎ করতে পাবে।
৯।কোনো ছাত্র টি. সি. নিতে চাইলে কর্তৃপক্ষকে এক মাস পূর্বে লিখিতভাবে জানাতে হবে। নতুবা সেই মাসের পুরো ফিজ দিতে হবে।
১০।যোগাযোগের সুবিধার্থে অ্যাকাডেমির অফিসে অভিভাবক-অভিভাবিকাদের নিজস্ব টেলিফোন নম্বর দিতে হবে।
১১।অভিভাবক-অভিভাবিকাগণ ছেলেদের সাথে ফোনে কথা বলতে চাইলে প্রত্যেক রবিবার সকাল ১০টা থেকে ৫টার মধ্যে কথা বলতে পারবে।
১২।অ্যাকাডেমির ঘোষিত ছুটি শেষ হওয়ার পরে নির্দিষ্ট দিনে উপস্থিত হতে হবে।
১৩।পরপর দুই মাসের ফিজ বাকী পড়লে ছাত্রকে অ্যাকাডেমিতে রাখা সম্ভবপর হবে না।
১৪।কোন ছাত্র স্থায়িভাবে অ্যাকাডেমি থেকে চলে যাওয়ার ১৫ দিনের মধ্যে সমস্ত জিনিস না নিয়ে গেলে তা আর ফেরৎ পাওয়া যাবে না।
১৫।অগ্রিম সারা বছরের বেতনও জমা দেওয়া যেতে পারে।