Kaliachak Crescent Academy

( An Ideal Residential Institute V – XII )

Govt. Regd. No. - S/IL/54277

ESTD - 2007

Contact No.: 9733 187-919 / 9641 213-028

Admission Form - Class XI

অ্যাকাডেমির বৈশিষ্ট্য ও লক্ষ্যঃ

১। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সুপরিকল্পিতভাবে গড়ে তুলে ও তাদের জীবনের উন্নতি সাধনের পথ উন্মুক্ত করতে ২০০৭ সালে এই অ্যাকাডেমীর প্রতিষ্ঠা।
২। এটি একটি আধুনিক,বিজ্ঞানসম্মত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
৩। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত ছাত্রদের পাঠদানের ব্যবস্থা রয়েছে।
৪। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রদের সুপরিকল্পিতভাবে গড়ে তোলার ব্যবস্থা রয়েছে।
৫। একাদশ-দ্বাদশ শ্রেনিতে বিজ্ঞান ও কলাবিভাগের পাঠদানের ব্যবস্থা রয়েছে।
৬। শিক্ষকদের তত্ত্বাবধানের আলাদা পাঠকক্ষের (রিডিং রুম) ব্যবস্থা করা হয়েছে।
৭। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেনির ছাত্রদের ভর্তির ব্যবস্থা রয়েছে।
৮। দরিদ্র ঘরের মেধা সম্পন্ন ছেলেদের বিনা ব্যায়ে বা আংশিক ব্যয়ে কর্তৃপক্ষের সুবিবেচনা অনুযায়ী শিক্ষাদান করা হয়ে  থাকে।
৯। বিশিষ্ট অতিথি শিক্ষক মন্ডলীদের দ্বারা Mock Test ও মাসিক মূল্যায়ন করা হয়।
১০। Projector- এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা।

অ্যাকাডেমির ভবিষ্যৎ পরিকল্পনাঃ

১। মনোবিজ্ঞান সম্মত উপায়ে সুন্দর পরিবেশে Academy-র ক্যাম্পাস তৈরী এবং Girls’ Academy-র ব্যবস্থা।
২। শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিতেই Practical-র ব্যবস্থা।
৩। Science-এর শিক্ষার্থীদের জন্য Lab-র ব্যবস্থা।
৪। Science-এর শিক্ষার্থীদের জন্য WBJEE-এর Engineering & Medical কোচিং-এর ব্যবস্থা।
৫। Academy থেকে ভালো রেজাল্ট করে পাশ করা দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য Academy Fund থেকে Scholarship এর ব্যবস্থা করা।

” শিক্ষা হল সামাজিক উন্নয়ণ এবং সংস্কারের উপায় ”
-জন ডিউই