সম্পাদকের প্রতিবেদন
“অজ্ঞানতা হানছে আঘাত
অস্ত্র তোমার কই ?
অস্ত্র তোমার লেখা পড়া
অস্ত্র তোমার বই ।”
সুধী,
শিক্ষা হছে জাতির মেরুদন্ড। যে জাতির শিক্ষা নেই, সে জাতির ভবিষ্যৎ অন্ধকারা্চ্ছন্ন। এই কথা মাথাই রেখে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরী করে ২০০৭ সালে আমাদের বলিষ্ঠ শুভযাত্রা শুরু হয়েছিল। যা বর্তমানে জাজ্ব্ল্যমান মশালরুপে শুধু মালদা নয় পার্শ্ববর্তী জেলাগুলিতেও দান করে চলেছে শিক্ষার আলো। অজ্ঞনতার অন্ধকার ঘুচাতে রয়েছে সর্বক্ষণ সচেষ্ট। দেখতে দেখতে ক্রিসেন্ট অ্যাকাডেমী” জাতির শিক্ষামূলক সেবায় দীর্ঘ একটি দশক সক্রিয় প্রহরীর মতো নিয়োজিত থেকে একাদশ বর্ষের শুভারম্ভ করতে চলেছে।
অ্যাকাডেমীর অসংখ্য হিতাকাঙ্খিত অনুরোধ, সকলের ঐকান্তিক প্রচেষ্টা, এক অগনিত সময় ও শ্রম নিবেদনের মধ্য দিয়ে, মহান সৃষ্টিকর্তার অফুরন্ত করুনায় ও বর্তমানে সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমী ২০১৭ শিক্ষাবর্ষ থেকে গাজল থানার অন্তর্গত ২১ মাইল এর মেথরানীতে ৫ বিঘা জমির উপর পঞ্চম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ আলাদাভাবে আবাসিক ও ক্লাসের ব্যবস্থা করে মেয়েদের অভিভাবকদের প্রতি অনেকটা নির্ভরযোগ্য ও নিরাপত্তামূলক ব্যবস্থা করে শিক্ষার মান ও চরিত্র গঠনের পথ সঠিক রেখে শুভ সূচনা করতে চলেছে।
সর্বপরি রয়েছেন অ্যাকাডেমীর শিক্ষকগন যারা Friend, Philosopher and Guide হয়ে ছাত্রদের শিক্ষাদানের ভারকে তুলে নিয়েছে নিজেদের কাঁধে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি থাকে যাদের সজাগ দৃষ্টি। সুতরাং বলা যায় যে, শিক্ষকদের সচেতন দৃষ্টি, শিক্ষার্থীদের নিয়মানুবর্তীত আর অগনিত শিক্ষাপ্রমী মানুষের সহযোগিতা-এই হলো বর্তমানে সুপ্রতিষ্ঠিত কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমীর মূলধন। এছারা দুঃস্থ মেধাবী ছাত্রদেরও শিক্ষার আলোকে আলোকিত করে এসেছে এই অ্যাকাডেমী। আর সুদূর ভবিষ্যতে সকলের দোয়া আর আশির্বাদ এই আদর্শ ও চলার পথে হবে সুদুর প্রসারী (ইনশা-আল্লাহ্)। সব শেষে ক্রিসেন্ট অ্যাকাডেমীর তরফ থেকে রইল সকলের প্রতি বিশেষ দোয়া, আশির্বাদ এবং নতুন শিক্ষাবর্ষের Well Come.
ইতি-
মহঃ এজাবুল হক
(সম্পাদক)
কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমী