আমার নাম সুজিত মুরমু, পিতা- ধুমা মুরমু। আমি মালদা জেলার হবিবপুর থানার বিনোদপুর গ্রামের বাসিন্দা। আমি ২০১৩ সালে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষা দিই। তাতে আমার প্রাপ্ত নম্বর ছিল ৫৩৫(৭৬.৪২%)। তারপর আমি ক্রিসেন্ট অ্যাকাডেমিতে পঠন পাঠন শুরু করি এবং এবছর উচ্চ-মাধ্যমিকে ৪৪৫(৮৯%) নম্বর পেয়ে পাশ করি। আমার এই সাফল্যের পেছনে সব চেয়ে বড় ভুমিকা নিয়েছে পিতা,মাতা ও ক্রিসেন্ট অ্যাকাডেমির শিক্ষকবৃন্দ। এর জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। সব সময় তারা আমাকে উৎসাহ ও নানা রকমের উপদেশ দিয়েছেন উন্ন্তি করার জন্য। শিক্ষকদের প্রতিদিন পড়া দেওয়া নেওয়া এবং সুপরিকল্পিতভাবে পড়ানো আমায় অনেক সাহায্য করেছে ভালো রেজাল্ট করতে। এখানে আমি শিক্ষকদের পড়া ছাড়াও নিজের পড়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিলাম। শিক্ষকদের বার বার পরীক্ষা নেওয়ার রীতি আমায় চুড়ান্ত পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি করেছিল। এখানকার প্রতিটি রুমে শিক্ষক থাকায় পড়াশুনা চলাকালীন আমি অনেক সাহায্য পেয়েছি। এখন আমি বিশ্বভারতি বিশ্ব বিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়ছি। আমার এই সাফল্যের জন্য শিক্ষকবৃন্দ, পিতা, মাতা এবং প্রধান শিক্ষক ও সহপাঠী সকলের কাছেই সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং এই মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করবো।
সুজিত মুরমু
- সাইদ আনোয়ার
- সেখ আজনবী