আসসালামো আলাইকুম,আমি আব্দুল মোতালেব আমার আব্বার নাম আব্দুল মাতিন। আমার বাড়ি ইটাহার থানার ছয় ঘরা গ্রামে। আমি ২০০৭ সালে পঞ্চম শ্রেণিতে এই মিশনে তথা কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমিতে ভর্তি হয়, প্রথম প্রথম খুব ভাল না লাগলেও পরে পরে এখানকার পরিবেশ ও শিক্ষকদের সহচার্য বাদ্ধ করে এই মিশনকে আপন করে নিতে। তারই প্রকাশ ঘটে আমর মাধ্যমিক পরিক্ষায়, আমি ২০১৪ সালে এই মিশন থেকে মাধ্যমিক পরিক্ষা দিই এবং ৭০০ এর মধ্যে ৬১০(৮৭.১০%) মার্ক নিয়ে উর্ত্তিণ হই। এই সাফল্য শুধুমাত্র ক্রিসেন্ট অ্যাকাডেমির জন্য সম্ভব হয়েছে।
এরপর আমার অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সু্যোগ থাকলেও আমি আবার কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। এখানকার স্যারদের ধরে ধরে পড়ানো এবং আমাদের প্রধান শিক্ষকের গাইড কোনো দিন ভোলার মোতো নয়। ২০১৬ সালে আমি উচ্চ-মাধ্যমিক পরিক্ষায় বসি এবং ৫০০ এর মধ্যে ৪৪৬(৮৯.২%) পেয়ে উর্ত্তিণ হয়। ক্রিসেন্ট অ্যাকাডেমি একটা পরিবারের মত। আমি সেই পরিবারের সদস্য হয়ে গর্ব বোধ করি। আমি এখন মালদা কলেজে জীববিদ্যা বিভাগে ১ বর্ষের ছাত্র এবং আব্বা-আম্মা ও ক্রিসেন্ট অ্যাকাডেমির স্যারদের দোয়া সাথে নিয়ে ভালো পথে এগিয়ে যেতে চাই। ইনসা-আল্লাহ।
যে স্বপ্ন দেখতে জানে ,
সে তা পূর্ণও করতে পারে
মনে হয় , আমরা স্বপ্ন দেখতেই ভুলে গেছি
আর যে টুকুই বা দেখি
তা নিজেরাই বিশ্বাস করতে চাই না
তাই পূর্ণও করতে পারি না ।