শিক্ষা ব্যবস্থা
শিক্ষা মাধ্যমঃ- সম্পুর্ণ আবাসিক ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয়। আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ছাত্রদের যুগোপযোগী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের তরুন শিক্ষকমন্ডলী সদা সচেষ্ট।
শিক্ষা পদ্ধতিঃ- প্রত্যেক ছাত্রের যোগ্যতা অনুযায়ী গ্রুপ কোচিং-এর ব্যবস্থা করা হয়েছে। হোম ওয়ার্ক করে দেওয়া ও সর্বক্ষণের তত্ত্বাবধানের জন্যে ২৪ ঘন্টায় শিক্ষক উপস্থিত থাকেন। এছাড়াও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য Mock Test-এর সুব্যবস্থা রয়েছে।
শরীর চর্চাঃ- ছাত্রদের দৈহিক ও মানসিক দিক থেকে সক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা আছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও ব্যবস্থা আছে।
সাহিত্য স্ংস্কৃতিঃ- বৌদ্ধিক বিকাশ ও শিল্পীমনের প্রসার ঘটাতে, নিয়মিত সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুসন্ধান ও বার্ষিক পত্রিকা প্রকাশ করা হয়।
খাওয়া-দাওয়াঃ- ছাত্রদের রুচি ও স্বাস্থ্যসম্মত খাদ্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্কার পরিচ্ছন্নতাঃ- এ বিষয়ে ছাত্রদের সজাগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ও তাদের সাহায্যের জন্যে পরিসেবা কর্মী রয়েছে।
ছাত্রদের শিক্ষা স্ংক্রান্ত সরঞ্জামঃ-ছাত্রদের নিত্য প্রয়োজনীয় এবং লেখা-পড়ার সরঞ্জাম অ্যাকাডেমির লোকের দ্বারা সুলভ মূল্যে কিনে এনে দেবার ব্যবস্থা আছে।
ছুটিঃ- একান্ত প্রয়োজন ব্যতীত অ্যাকাডেমির নির্দিষ্ট দিনের ছুটি ছাড়া কোন ছুটি দেওয়া হয় না।
“উপকারের প্রতিফল একমাত্র উপকার”
-আল কুরআন